কুড়িগ্রামে ভুরুঙ্গামারী কলেজ জাতীয়করণে আনন্দ শোভাযাত্রা

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ডিগ্রী কলেজকে জাতীয়করণের ঘোষনায় আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে ভুরুঙ্গামারী ডিগ্রী কলেজ চত্বর থেকে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষের অংশ গ্রহণে আনন্দ শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে জামতলা মোড়ে অনুষ্ঠিত অভিনন্দন সমাবেশে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মুকুল চৌধুরী, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সরকার রকীব আহমেদ জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাজাহান সিরাজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার এটিএম শাহজাহান মানিক প্রমূখ।

বক্তারা প্রান্তিক জনগোষ্ঠির শিক্ষা বিস্তারে বিশেষ ভুমিকা রাখার জন্য মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ক্যাম্প ভুরুঙ্গামারী কলেজকে জাতীয়করণের সিদ্ধান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। পরে জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার করে শপথ নেয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।



মন্তব্য চালু নেই