কুড়িগ্রামে বিজ্ঞান শিক্ষার উপর দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

কুড়িগ্রাম : স্কুল হোক বিজ্ঞান শিক্ষার আনন্দময় কর্মকান্ডের কেন্দ্রবিন্দু এই শ্লোগানে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের স্কুল ভিত্তিক বিজ্ঞান ক্লাবের কার্যকরী কমিটির দক্ষতা উন্নয়ন বিষয়ক মাসব্যাপি প্রশিক্ষণ শুরু। বুধবার সকালে এই প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ভবশংকর বর্মা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,এএফএডি’র নির্বাহী পরিচালক সাঈদা ইয়াসমীন,প্রোগ্রাম কো-অর্ডিনেটর আল হাকিমুজ্জামান হাকিম,দাশেরহাট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গোলজার হোসেন প্রমুখ।
স্কুল ভিত্তিক বিজ্ঞান ক্লাবের কার্যকরী কমিটির দক্ষতা উন্নয়নের জন্য জেলার ৩০টি মাধ্যমিক স্কুলের ১৫৬০ জনের মধ্যে কার্যকরি কমিটির ৩৫০ জন সদস্যকে এই প্রশিক্ষণ দেয়া হয়।



মন্তব্য চালু নেই