কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে বিচার বিভাগের ত্রাণ বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সকল বিচারক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের মাঝে ২ হাজার ৫০০ কেজি চাউল, এক হাজার কেজি চিড়া, এক হাজার বোতল বিশুদ্ধ পানি, পর্যাপ্ত বিস্কুট এবং নগদ ৯০হাজার টাকা বিতরণ করা হয়।
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বন্যাদুর্গত মানুষদের মঝে এই ত্রাণ বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ ও. এম. এইচ. ইলিয়াস হোসাইন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অম্লান কুসুম জিষ্ণু, যুগ্ম জেলা জজ আশরাফুল আলম,অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাকসুদুর রহমানসহ অন্যান্য বিচারক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লার হাটে ২৩০ পরিবারের হাতে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন এসময় সার্বিক সহযোগীতা করেন।
মন্তব্য চালু নেই