কুড়িগ্রামে প্রাণিসম্পদ সেবা সপ্তাহে বর্ণাঢ্য র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি : নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি-সুস্থ সবল মেধাবী জাতি এই শ্লোগানে নানা কর্মসূচীর মধ্যদিয়ে কুড়িগ্রামে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হচ্ছে।
এ উপলক্ষে শনিবার দুপুরে একটি বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসন চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রাণিসম্পদ চত্ত্বরে এসে শেষ হয়। পরে প্রাণিসম্পদ চত্ত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দীপক রঞ্জন রায়, জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
‘নিরাপদ প্রাণীজ আমিষের প্রতিশ্রুতি , সুস্থ্যসবল মেধাবী জাতি’ এই প্রতিপাদ্যে আলোচনা করতে গিয়ে বক্তরা দেশের আমিষের চাহিদা পুরনে বিশেষ অবদান রাখার জন্য খামারীদের ধন্যবাদ জানান। এ সময় খামার মালিকরা খামারীদের সহজ শর্তে ঋণ সুবিধা এবং পশু ও পোলট্রি খাদ্য সহজলভ্য করার জন্য সরকারের প্রতি দাবি জানান।
মন্তব্য চালু নেই