কুড়িগ্রামে প্রতিবন্ধিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে জেলা আওয়ামীলীগের উদ্যোগে ২ শতাধিক প্রতিবন্ধিকে নিয়ে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের ঘোষপাড়াস্থ দলীয় কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো: জাফর আলী।
এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আবদার হোসেন বুলু, নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদ হাসান লোবান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিউল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি ওয়াহেদুন্নবী সাগর, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাকিব প্রমুখ।
পরে ইফতার ও দোয়া মাহফিল শেষে প্রায় দু’শতাধিক প্রতিবন্ধিদের মাঝে ঈদ উত্তর শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।
মন্তব্য চালু নেই