কুড়িগ্রামে পান্ডুল ইউনিয়নকে নারীবান্ধব ইউনিয়ন গড়ার লক্ষ্যে গণসমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের পান্ডুল ইউনিয়ন পরিষদকে বাল্য বিয়ে যৌতুক ও নারী নির্যাতন মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির সহায়তায় পান্ডুল ইউনিয়ন পরিষদ এ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম সেলিম। পান্ডুল ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম, মহিদেবের পরিচালক শ্যামল চন্দ্র সরকার প্রমূখ।

বক্তারা বলেন, দারিদ্রতা যে হারে কমে আসছে সেই হারে বাল্য বিয়ে, যৌতুক ও নারী নির্যাতন কমেনি। এ লক্ষ্যে পান্ডুল ইউনিয়নকে নারীবান্ধব ইউনিয়ন হিসেবে মাঠ পর্যায়ে কাজ করা হচ্ছে। আগামী ৬ মাসের মধ্যেই পান্ডুল ইউনিয়নকে বাল্য বিয়ে, যৌতুক ও নারী নির্যাতন মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে এলাকার নারী ও পুরুষসহ স্বাস্থ্য বিভাগ, ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই