কুড়িগ্রামে দরিদ্র মুক্তিযোদ্ধার অসুস্থ স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসার আহবান

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা শহরের পুরাতন স্টেশন পাড়ার অধিবাসী দরিদ্র মুক্তিযোদ্ধা এ,জি,এম মুসা’র স্ত্রী শাহনাজ বেগম রুবি (৫০) বাঁচাতে চায়। চার সন্তানের জননী শাহনাজ বেগম রুবি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ডা. রাজকুমার রায়ের চিকিৎসাধীন আছেন। চলতি বছরের নভেম্বর মাসের শেষ দিকে তার এই রোগ সনাক্ত হয়।

চিকিৎসক জানিয়েছেন জরুরিভিত্তিতে তাকে ঢাকায় নিয়ে আপারেশন করাতে হবে। এজন্য কমপক্ষে ৬ লাখ টাকা প্রয়োজন। এই বিপুল পরিমাণ টাকা ব্যয় করার সামর্থ্য তার পরিবারের নেই। এজন্য তিনি এবং তার স্বামী সকলের কাছে আর্থিক সহায়তা প্রদানের আবেদন জানিয়েছেন।

তাঁকে সাহায্য পাঠানোর ঠিকানা; এ.জি.এম মুসা, সঞ্চয়ী হিসাব নং- ৩৪০৯৮৫৯৪, সোনালী ব্যাংক, কুড়িগ্রাম শাখা, কুড়িগ্রাম। বিকাশ হিসাব নং- ০১৭১৮২৩৬০১৭ এবং ০১৭৬১৭৩০০৭৭ ( ব্যাক্তিগত)।



মন্তব্য চালু নেই