কুড়িগ্রামে ডেঙ্গু ও জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনা সভা
কুড়িগ্রাম প্রতিনিধি: জলাতঙ্ক ও ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা অভিযানের অংশ হিসাবে মঙ্গলবার কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এক জন সচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে।
কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (পঃ পঃ কর্মকর্তা) ডাঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, ডাঃ হাসনা হেনা, ডাঃ নুসরাত নুরেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম, মবিনুল হক প্রমুখ।
বক্তারা জানান, বাংলাদেশে শতকরা ৯৫ ভাগ জলাতঙ্ক হয় কুকুরের মাধ্যমে। এছাড়া বিড়াল, শৃগাল,বানর, বেজী, ও অন্যান্য প্রাণীর কামড়ে, আচড়ে বা লালা, মিউকাস মেমব্রেনের সংস্পর্শে আসলে এ রোগ হতে পারে। ভাইরাস জনিত প্রাণঘাতি এ রোগ হলে মৃত্যুহার শতভাগ। কাজেই কামড় কিংবা আচড় দিলে ক্ষত স্থান সাবান পানি দিয়ে ভাল করে ধৌত করতে হবে। এরপর দ্রুততম সময়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা নিতে হবে।
মন্তব্য চালু নেই