কুড়িগ্রামে জেলা বিএনপির বিক্ষোভ-সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় চার্জশীট প্রদানের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে পোষ্ট অফিস পাড়াস্থ দলীয় কার্যালয় থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ-মিছিল শহর প্রদক্ষিণ করে। পরে শহরের জাহাজ ঘর মোড়ে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু, যুগ্ন সম্পাদক আলতাফ হোসেন, দপ্তর সম্পাদক এস এম আশরাফুল হক রুবেল, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদল নেতা নাদিম আহমেদ, পৌর যুবদলের সভাপতি ঝিনুক, সাধারণ সম্পাদক ফারুক, জেলা ছাত্রদলের হাসান জোবায়ের হিমেল, আমিনুল ইহছান প্রমুখ।
বক্তারা অবিলম্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
মন্তব্য চালু নেই