কুড়িগ্রামে এক অজ্ঞাত মহিলার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ধরলা নদীর ছড়া থেকে এক অজ্ঞাত মহিলার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। কুড়িগ্রাম পৌরসভা এলাকার পুরাতন শহরের প্রচ্ছদ কুড়িগ্রাম সংলগ্ন ছড়ায় অজ্ঞাত মহিলার শাড়ী পড়া ভাসমান লাশ দেখতে পায় এলাকাবাসী।
পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধারের চেষ্টা করে। এলাকাবাসীর ধারনা মাথার চুল পেকে যাওয়া অজ্ঞাত মহিলার বয়স ৫০ বছরের কাছাকাছি হবে। তবে মহিলার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জমির উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মহিলার লাশ উদ্ধার করেছি। এখনও মহিলার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় পাওয়ার পর মৃত্যুর রহস্য উদঘাটন করা হবে।
মন্তব্য চালু নেই