কুড়িগ্রামের ৩ দিনব্যাপী নাট্য কর্মশালা অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে ৩ দিনব্যাপী নাট্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রামের উদ্যোগে প্রচ্ছদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালা শুক্রবার সকালে সমাপনি অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়। কর্মশালা পরিচালনা করেন ভারতের প্রখ্যাত নাট্যকার ও নির্দেশক প্রবীর গুহ।
সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র আব্দুল জলিল, প্রবীন আইনজীবি এডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদ, নাট্যকার দেবব্রত বকসী বুলবুল, প্রচ্ছদ সভাপতি জুলকার নাইন স্বপন, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস প্রমুখ।
কর্মশালায় জেলার ৪০ জন নাট্যকর্মী অংশ নেয়।
মন্তব্য চালু নেই