কুড়িগ্রামের সীমান্ত থেকে ২৯০ কেজি ভারতীয় গুজি তিল আটক
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার দইখাওয়ারচর সীমান্ত এলাকা থেকে ২৯০ কেজি ভারতীয় গুজি তিল আটক করেছে বিজিবি।
শুক্রবার ভোররাতে ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কুড়িগ্রামের দইখাওয়ারচর বিওপির নায়েক মোঃ আজাদুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান পাচার প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে মেইন পিলার ১০৪২ হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালির আলগা নামক স্থানে অবস্থান গ্রহণ করে।
পরে ৩ জন লোক পায়ে হেঁটে মাথায় বস্তা নিয়ে ঐ স্থানে আসার পর টহল দলকে দেখা মাত্রই মাথার বস্তা মাটিতে ফেলে দৌড়ে পালিয়ে যায়। সেখান থেকে বিজিবি টহল দল ২৯০ কেজি ভারতীয় গুজি তিল আটক করতে সক্ষম হয়।
কুড়িগ্রাম ৪৫ বিজিবির পরিচালক মোঃ জাকির হোসেন জানান, আটককৃত তিল কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
মন্তব্য চালু নেই