কুড়িগ্রামের রৌমারীতে খাসজমি দখল নিয়ে সংঘর্ষে আহত-২৫
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার কোনাচি পাড়া এলাকায় খাস জমির দখল নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছে। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকা জনক।
এলাকাবাসী ও পুলিশ জানায়, রোববার সকাল ১০টার দিকে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের কোনাচি পাড়ায় খাস জমির দখল নিয়ে চাঁন ও হাবিবুর গংয়ের কথাকাটাকাটি হয়। এর এক পর্যায়ে দু’পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হয়।
এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ এবি এম সাজেদুল ইসলাম জানান, এঘটনায় শহিদুল ইসলাম সালু মস্টার (৫০), ছাইদুর রহমান ছক্কু (৩৫), রাশেদুল ইসলাম (২২) ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য চালু নেই