কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৪

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ ৩ ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।রোববার সন্ধ্যায় তাদের আটক করে সোমবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, উপজেলার গজেরকুটি গ্রামের সিরাজুল মিয়ার ছেলে সুজন মিয়া(২২)কে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গাঁজাসহ আটক করে। অপর দিকে তিন ওয়ারেন্ট ভুক্ত আসামীকে তাদের স্বস্ব বাড়ী থেকে হাতে নাতে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার কৃত আসামীরা হলেন-উপজেলার নাওডাঙ্গা গ্রামের মৃত হাজত আলীর ছেলে আশরাফ আলী (৩২),দাসিয়ারছড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে জোবাইদুল হক (৩৮),কবির মামুদ গ্রামের মোজাহার আলীর ছেলে জুলহক মিয়া (৩০)।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম মালিক জানান,আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে ও গ্রেফতারকৃত আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য চালু নেই