কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক বিরোধী মানববন্ধন ও সমাবেশ
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2016/05/jhgfd-776x450.png)
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে মাদক প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি ও মাদক প্রতিরোধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সততা সংঘের উদ্যোগে সোমবার দুপুরে নাগেশ্বরী পৌর এলাকার মাছুরখামার টেকনিক্যাল মোড়ে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কে ঘন্টাব্যাপী মানব বন্ধনে বিভিন্ন সংগঠনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেয়। পরে এ সমাবেশে বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ, নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ আবু আক্কাছ আহমেদ, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী লাকু প্রমুখ।
বক্তারা বলেন মাদকসেবীরা নিজেদের সাথে সমাজকে ধ্বংস করে। তাই তাদের রুখতে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। পরে উপস্থিত সবাই মাদক প্রতিরোধ করার শপথ গ্রহণ করেন।
মন্তব্য চালু নেই