কুড়িগ্রামের চিলমারীতে ৩ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ওজনে কারচুপি, ভেজাল পণ্য বিক্রি ও মেয়াদোতীর্ন খাদ্য পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলার সহকারী পরিচালক শেখ সাদী’র নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

জানা যায়, চিলমারী উপজেলার জোড়গাছ বাজারে ওজনে কারচুপি, বাটখারা ব্যবহার না করা এবং মেয়াদোতীর্ন কীটনাশক রাখার অপরাধে সরকার ট্রেডার্সকে ৫ হাজার টাকা, ভেজাল পণ্য বিক্রি, পণ্যের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য না থাকা ও মেয়াদোতীর্ন পণ্য ব্যবহারের অভিযোগে নবির এন্ড সন্সকে ৫ হাজার টাকা এবং চিলমারী এলএসডি রোডে অবস্থিত মুন ভ্যারাইটিজকে মেয়াদোতীর্ন কসমেটিকস রাখার অপরাধে ২ হাজার টাকাসহ মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

বাজার মনিটরিংকালে জেলা সেনিটারী ইন্সপেক্টর জহিরুল ইসলাম, চেম্বার সদস্য রহমত আলী ও চিলমারী থানা পুলিশের একটি টিম অভিযানে অংশ নেয়।



মন্তব্য চালু নেই