কুড়িগ্রামের গোরকমন্ডল সীমান্তে বিজিবি কর্তৃক মাদকদ্রব্য আটক
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার গোরকমন্ডল সীমান্তের বিজিবির সদস্যরা ১০০ বোতল ফেন্সিডিল এবং ৭ কেজি গাজা আটক করেছে।
৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কুড়িগ্রামের গোরকমন্ডল বিওপির হাবিলদার মোঃ ফিরোজ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য পাচার প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে রাত ১টায় মেইন পিলার ৯২৯ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর গোরকমন্ডল নামক স্থানে অবস্থান গ্রহণ করে।
পরে ০১ জন লোক মাথায় বস্তা নিয়ে ঐ স্থানে আসার পর টহল দলকে দেখা মাত্রই মাথার বস্তা মাটিতে ফেলে দৌড়ে পালিয়ে যায়। সেখান থেকে বিজিবির টহল দল ১০০ বোতল ফেন্সিডিল এবং ৭ কেজি ভারতীয় গাজা জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্যের মূল্য ৬৪,৫০০/-। জব্দকৃত ফেন্সিডিল এবং গাজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
মন্তব্য চালু নেই