কুড়িগ্রামের উলিপুরে আ’লীগ ২, বিএনপি ৪, জাপা ৩ এবং বিদ্রোহী ৪ প্রার্থী বিজয়ী

কুড়িগ্রাম প্রতিনিধি : পঞ্চম ধাম নির্বাচনে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়নের বেসরকারি ফলাফল পাওয়াগেছে। এতে দেখা যায় বিএনপি বিজয়ী হয়েছে ৪টিতে, আওয়ামীলীগ ২টিতে এবং আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ৩জন, জাতীয় পার্টির ৩জন এবং জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী একজন বিজয়ী হন।
বিজয়ীরা হলেন-হাতিয়া ইউনিয়নে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টি থেকে লাঙ্গল মার্কা নিয়ে এবিএম আবুল হোসেন। দূর্গাপুর ইউনিয়নে বিএনপি’র আবেদ আলী মন্ডল (ধানের শীষ) বিজয়ী হয়েছে। গুনাইগাছ ইউনিয়নে বিজয়ী হয়েছে বিএনপি’র আবুল কালাম আজাদ (ধানের শীষ মার্কা)। বুড়াবুড়ি ইউনিয়নে আওয়ামীলীগের একরামুল হক (নৌকা মার্কা)। থেথরাই ইউনিয়নে জাতীয় পার্টির আইয়ুব আলী লাঙ্গল নিয়ে বিজয়ী হয়েছেন। দলদলিয়া ইউনিয়নে জাতীয় পার্টির আতিয়ার রহমান মুন্সি লাঙ্গল প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। ধামশ্রেণী ইউনিয়ন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রাখিবুল হাসান সরদার চশমা মার্কা নিয়ে বিজয়ী হয়েছে।সাহেবের আলগা ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সিদ্দিক আলী মন্ডল আনারস মার্কা নিয়ে বিজয়ী হয়। বেগমগঞ্জ ইউনিয়নে জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী বেলাল হোসেন আনারস মার্কা নিয়ে বিজয়ী হয়েছেন।পান্ডুল ইউনিয়নে বিজয়ী হয়েছে বিএনপি’র আব্দুল জব্বার মঙ্গা (ধানের শীষ)। তবকপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ওয়াদুদ হোসেন মুকুল (ঘোড়া মার্কা)। বজরা ইউনিয়নে আওয়ামীলীগের রেজাউল করিম আমীন (নৌকা মার্কা) নিয়ে বিজয়ী হয়। ধরণীবাড়ী ইউনিয়নে বিএনপি’র প্রার্থী আমিনুল ইসলাম ফুলু (ধানের শীষ) বিজয়ী হয়েছে।



মন্তব্য চালু নেই