কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে বিজিবি কর্তৃক ভারতীয় মাদকদ্রব্য আটক
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল আটক করেছে। অনন্তপুর বিওপির নায়েক মোঃ আব্দুল লতিফ হোসেন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচার প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে মঙ্গলবার রাত ১০টার দিকে আর্ন্তজাতিক পিলার নং ৯৪৮ এর ১ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম রামখানা নামক স্থানে অবস্থান গ্রহণ করে। পরে সেখানে ১ জন লোক মাথায় বস্তা নিয়ে ঐ স্থানে আসার পর টহল দলকে দেখা মাত্রই মাথার বস্তা মাটিতে ফেলে দ্রুত পালিয়ে যায়। সেখান থেকে বিজিবি টহল দল ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে। জব্দকৃত ফেন্সিডিলের মূল্য ১৮,০০০/- টাকা।
৪৫ বিজিবি ব্যাটালিয়নের, কুড়িগ্রাম এর পরিচালক মোঃ জাকির হোসেন জানান, জব্দকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
মন্তব্য চালু নেই