কুষ্টিয়ায় শিবির পরিচালিত কোচিংয়ে অভিযান : আটক ১৮

কুষ্টিয়ায় শিবির পরিচালিত তিনটি কোচিং সেন্টার থেকে ১৮ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের তিনটি দল একই সময় কুষ্টিয়া কোর্টপাড়া ও পৌর গোরস্থান এলাকায় সাকসেস কোচিং ও কলেজ মোড়স্থ ফেমাস কোচিংয়ে পৃথক পৃথক অভিযান চালায়। অভিযানে শিবিরের ১৮ নেতাকর্মীকে আটক কর হয়।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বলেন, আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে অভিযান চালিয়েছে। এখন পর্যন্ত ১৮ জনকে আটক করা হয়েছে। আটকদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি। পরে তাদের পরিচয় জানানো হবে।

শুধু আটকরা নয় শিবিরের শিক্ষা প্রতিষ্ঠান ও তাদের আয় ব্যয় এর খোঁজ খবর নেয়া হচ্ছে। আটকদের বিরুদ্ধে মামলা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সকল দিক দেখছি। সকল তথ্য যাচাই বাছাই শেষে আদালতের নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে ০১৭০৫-০৯৮৯৫৩ নং মুঠোফোন থেকে অজ্ঞাত ব্যক্তি কুষ্টিয়া শহরের থানাপাড়া সৎসঙ্গ মন্দিরের সেবায়েত নব কুমার ঘোষকে প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার পর থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নড়েচড়ে বসে।



মন্তব্য চালু নেই