কুলাউড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ দোকানকে ৭ হাজার টাকা জরিমানা
কুলাউড়া উপজেলা সদরে ১৩ জুলাই দুপুরে জাতীয় ভোক্তা অধীকার সংরক্ষণ মৌলভীবাজার জেলা অফিসের সহকারী পরিচালক আল-আমিন (মৌলভীবাজার- হবিগঞ্জ) ভ্রাম্যমান আদালত পরিচালনা নাজমা হোটেলে এন্ড রেষ্টুরেন্টে অস্বাস্থকর পরিবেশ থাকার অপরাধে ৫ হাজার টাকা ও রাজমহলে পণ্যের মোড়ক না থাকার অপরাধে ২ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন- কুলাউড়া থানার এসআই ওয়াসিম এর নেতৃত্বে পুলিশ ফোর্স সহ মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব যুগ্ন আহবায়ক তরুন সাংবাদিক এসএম বিল্লাহ ফারুকী। জাতীয় ভোক্তা অধীকার সংরক্ষণ মৌলভীবাজার জেলা অফিসের সহকারী পরিচালক আল-আমিন তার প্রতিক্রিয়া জানান- ভেক্তারা আগের তুলনায় এখন অনেক সচেতন। ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সচেতনতার ফলে অপরাধ প্রবনতা আগের তুলনায় অনেকটাই কমে গেছে। এ ভাবেই সকলের সহযোগীতায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য চালু নেই