কুলাউড়ায় গৃহবধূর আত্মহত্যা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রুজিনা বেগম (২৯) নামে এক নারী কীটনাশক পানে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) ভোরে সিলেটের এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত রুজিনা বেগম উপজেলার কমদা ইউনিয়নের দোয়াল গ্রামের হারুন মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, সোমবার বিকেলে পরিবারিক কলহের জের ধরে রুজিনা বাড়িতে কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যান,সেখানে চিকিৎসাদিন অবস্থায় তার মৃত্যু হয়।



মন্তব্য চালু নেই