কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা: প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসে বহিরাগতদের হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১১টার দিকে মহাসড়কের নন্দনপুর বিশ্বরোডে অবস্থান নেন শত শত শিক্ষার্থী। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রসঙ্গত, রোববার সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসটি নগরীর ঝাউতলা পৌছালে বহিরাগতরা শিক্ষার্থীদের ওপর হামলা করে। হামলায় অন্তত ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। ধারালো অস্ত্রের কোপে আক্তারুজ্জামান নামে এক ছাত্রের হাতের তিনটি রগ কেটে যায়।



মন্তব্য চালু নেই