কুমিল্লার দরকার ১০৬

চট্টগ্রাম পর্বের পর ঢাকায় হঠাৎ কেমন যেন খেই হারিয়ে ফেলেছে বরিশাল বুলস। গেইলকে নিয়ে টানা দ্বিতীয় ম্যাচেও ছন্দে নেই দলটি। আজ কুমিল্লার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ১০৫ রানে অলআউট হয়েছে তারা।

এদিন গেইল করতে পারেন আট। গতকালও সমানসংখ্যক রান করেছিলেন। আজ কাটা পড়েন শোয়েব মালিকের দুর্দান্ত এক ডেলিভারিতে। এরপর একে একে ফিরে যান লুইস (১৫), রনি তালুকদার (১৯), মেহেদি মারুফ (০), মাহমুদুল্লাহ (২৬)।

বরিশাল বুলস সাত ম্যাচ খেলে পাঁচটিতে জিতে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। সমান সংখ্যক ম্যাচ খেলে সবার উপরে কুমিল্লা।

গতকাল সিলেটের বিপক্ষে লজ্জায় পড়ে দলটি। বিপিএলের সর্বনিন্ম রানের রেকর্ড দেখতে হয় তাদের, ৫৮। জবাবে ১১.২ ওভারে নয় উইকেট হাতে রেখে জয় ছিনিয়ে নেয় সিলেট।



মন্তব্য চালু নেই