কুমারী সাজানোয় ব্যস্ত কোয়েল

অষ্টমী হল পূজোর প্রধান দিন। স্নান সেরে নতুন কাপড় পরে ঠাকুরদালানে গিয়ে বসা, পূজোর জোগাড় করা একটা বিরাট কাজ কোয়েলের কাছে। আর অষ্টমীতে তার কাজ কুমারী সাজানো। তবে প্রতিবার নিজের হাতেই মল্লিক বাড়ির কুমারী সাজিয়ে থাকেন কোয়েল।

নায়িকার কথায়, এই কাজের আনন্দই আলাদা। উপোস থেকে মায়ের পায়ে অঞ্জলি দিতে দিতে সারা বছর ধরে যা যা চাই, তা গভীর ভাবে প্রার্থনা করার মস্ত সুযোগ। বারবার ‘নমো নমো’ বলে চোখ বুজে মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নেব। চাওয়ার লিস্টি এত বিরাট যে লিখে নিয়ে গেলে ভাল হয়।

বরাবরই পূজোর সময় শাঁখ বাজান কোয়েল। ছোটবেলা থেকেই শাঁখ বাজানো শিখেছি। তবে অঞ্জলি দিয়ে পূজো সারার পর ভোগ বিতরণের কাজটাও করেন মল্লিক বাড়ির এই মেয়ে।



মন্তব্য চালু নেই