কুপ্রস্তাব: ডিরেক্টরকে থাপড়ালেন অভিনেত্রী (ভিডিও)

নতুন ছবির গান মুক্তি দেয়ার অনুষ্ঠানে হলভর্তি দর্শকের সামনে পরিচালককে থাপড়ালেন এক অভিনেত্রী।

জানা গেছে, ভালো চরিত্র দেয়ার কথা বলে ওই অভিনেত্রীকে কুপ্রস্তাব দেন পরিচালক শচীন্দ্র শর্মা। এতেই তিনি ক্ষিপ্ত হয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে পরিচালকের গালে থাপ্পড় দেন।

জানা গেছে, ওই অভিনেত্রীর নাম মনীষা। তিনি বিতর্কিত নর্তকী অভিনেত্রী রাখি সাওয়ান্তের বান্ধবী।

বৃহস্পতিবার রাখির নতুন ছবির গান মুক্তির অনুষ্ঠানে ওই ঘটনা ঘটে।

এ ঘটনার পর রাখি সাংবাদিকদের বলেন, ছবিতে অভিনয়ের সুযোগ দেয়ার বদলে পরিচালক তাকে কুপ্রস্তাব দেয়ায় মনীষা ক্ষিপ্ত হয়ে চড় দেন।

তবে ওই পরিচালক দাবি করেছেন, তিনি তাকে চেনেন না।



মন্তব্য চালু নেই