কুকুর ছানা মেরে ফেলায় দেড় বছরের কারাদণ্ড

পৃথিবীর এমন অনেক দেশ আছে যেখানে মানুষকে মেরে ফেলার পরও তেমন কিছূ হয়না। আবার কোন কোন জায়গায় অনেক লঘু শাস্তি হয়। কিন্তু অস্ট্রেলিয়ায় ইট দিয়ে আঘাত করে নয়টি কুকুরে ছানা হত্যার দায়ে নাথান থম্পসন নামে এক ২৫ বছরের ব্যক্তিকে ১৮ মাসের কারাদণ্ড দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে দেশটির আদালত।

গত মার্চে সিডনির ১৫০ কিলোমিটার উত্তরে কুরি এলাকায় কুকুর ছানাগুলোকে হত্যার দায়ে সোমবার নাথান থম্পসনকে দোষী সাব্যস্ত করে আদালত। প্রত্যক্ষদর্শী একজন ওই ঘটনাকে ‘জঘন্য হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেন।

অস্ট্রেলিয়ার নিউক্যাসলের একটি আদালতের শুনানিতে বলা হয়, থম্পসন কুকুর ছানাগুলোকে ঝোপের আড়ালে নিয়ে গিয়ে ইট দিয়ে আঘাত করে হত্যা করে।

তবে নাথান থম্পসনের আইনজীবী জানান তার ক্লাইন্টের মানসিক অবস্থা স্বাভাবিক ছিল না। কারণ ওই সময় নাথান খুব বেশি মাত্রায় মদ্যপ অবস্থায় ছিলেন
সূত্র: টাইমর্স অব ইন্ডিয়া



মন্তব্য চালু নেই