কুকুরের গুলিতে তরুণী আহত

নিজের পোষা কুকুরের গুলিতেই আহত হয়েছেন এক তরুণী। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে এ অদ্ভূত ঘটনা ঘটেছে।

অ্যালি কার্টার (২৫) নামে ওই তরুণী গত শনিবার বালিহাঁস শিকারে বেরিয়েছিলেন। একসময় ১২ গজের শটগানটি রেখে একটু অন্যদিকে যান। আর এর মধ্যে তার ১২ বছর বয়সী চকলেট রঙের পোষা ল্যাব্রাডোর কুকুরটি বন্দুকের ট্রিগারে পা দিয়ে ফেলে। আর কি, সাঁ করে গুলি গিয়ে বিদ্ধ হয় তরুণীর পায়ে।

খবর জানাজানির পর থেকে কুকুরটিকে ট্রিগার নামেই ডাকে হচ্ছে।

ইন্ডিয়ানা কনজারভেটিভ কর্মকর্তা জোনাথন বয়েড বলেন, বাম পায়ের পাতা এবং আঙ্গুলে আঘাত পেয়েছেন কার্টার। তাকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে।

তিনি আরো জানান, কার্টারের শিকারের অভিজ্ঞতা থাকলেও শিকার শিক্ষার বিষয়ে তিনি কোর্স সম্পূর্ণ করেননি।



মন্তব্য চালু নেই