কী করেছিলেন বিরাট? ফাঁস করে দিলেন হোটেল মালিক
জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ভ্যালেন্টাইন্স ডে’তে কী করেছিলেন, তা ফাঁস হয়ে গেল। পুরোটা ফাঁস করে দিলেন হোটেল মালিকই। পুনের এক অভিজাত হোটেলের মালিক প্রেম দিবসের দিনই বিরাট-অনুষ্কার সঙ্গে সেলফি তোলেন।
সম্প্রতি সেই সেলফি তিনি সোশ্যাল নেটওয়ার্কিংস সাইটে শেয়ার করেছেন। ভ্যালেন্টাইন্স ডে’র পরের দিন বিরাট অনুষ্কার সঙ্গে একটি ছবি শেয়ার করে এক বার্তা দিয়েছিলেন। তবে সেই ছবি থেকে কোনওভাবেই জানা যায় না, প্রেম দিবসে দু’জনে একসঙ্গে কাটিয়েছিলেন কীনা!
বিরাট-অনুষ্কা ভ্যালেন্টাইন্স ডে’র আগের রাতে পুনের সেই অভিজাত হোটেলে যখন যান, তখনই সেই হোটেলের মালিক দু’জনের সঙ্গে সেলফি তোলেন।
আসলে বিরাটের শেয়ার করা ছবি থেকে বোঝা না গেলেও সেই হোটেল মালিকের শেয়ার করা ছবি থেকে পরিষ্কার হোটেলেই প্রেমদিবস দু’জনে চুটিয়ে উপভোগ করেছেন।-এবেলা
মন্তব্য চালু নেই