কি বলে ডাকলে ক্ষেপে যান রাধিকা আপ্তে?
আন্টি নিয়ে বেশ আপত্তি আছে তাঁর। থাকতেই পারে। তাঁর মতো অমন লাস্যময়ীকে কেউ ‘আন্টি’ বললে তা কী করে মেনে নেবেন রাধিকা? নাহ! ব্যাপারটা ঠিক এমনটা নয়। তাঁকে কেউ ‘আন্টি’ বলেনি। কিন্তু অনেকের মধ্যেই ‘আন্টি-আন্টি’ ভাব কাজ করে এমনটাই বললেন রাধিকা আপ্তে।
তার পরবর্তী ছবি ‘ফোবিয়া’ নিয়ে নতুন একটি প্রোমোশনাল ভিডিওতে ঠিক কী বললেন রাধিকা আপ্তে? বললেন, ‘কে বলেছে ফোবিয়া শুধু ‘ডার্ক’ই হয়। অনেক মজার ফোবিয়াও আছে।’
এরপরেই বললেন ‘আন্টি-ও-ফোবিয়া’র কথা। বললেন, ‘যখন আপনি তরুণ তখন আপনার ভিতরের আন্টি সবসময় আপনাকে জিজ্ঞাসা করতে থাকে, বেটা কবে বিয়ে করছ? রোদে ঘুরে ঘুরে তো রঙ একেবারে কালো হয়ে গিয়েছে।’রাধিকার মতে, অনেকেই এই ফোবিয়ায় ভোগেন। আর সেটাই হল ‘আন্টি-ও-ফোবিয়া’।
মন্তব্য চালু নেই