কি নির্দেশ করে টুথপেস্ট টিউবের নিচের রঙিন কিউবটি?

কখনো টুথপেস্ট টিউবের নিচের অংশে কিউব আকৃতির রঙিন ট্যাবের উপস্থিতি টের পেয়েছেন? হয়ত দেখেছেন, কিন্তু পেস্ট ভেদে সবুজ, নীল, লাল, কালো রঙের এই ছোট্ট বাক্সটিকে নিয়ে ভাবেননি।

কিন্তু এই রঙগুলোর আছে আলাদা এক অর্থ। পেস্টভেদে থাকা এই রঙগুলো ঐ পেস্টটি কি উপাদান দিয়ে তৈরি তা ইঙ্গিত করে।

লাল- প্রাকৃতিক + রাসায়নিক উপাদানের সংমিশ্রণ।

কালো- সম্পূর্ণ রাসায়নিক।

নীল- প্রাকৃতিক + ভেষজ উপাদানের সংমিশ্রণ।

সবুজ- সম্পূর্ণ প্রাকৃতিক।

সূত্র: অ্যামেইজিং থিংস.কম



মন্তব্য চালু নেই