কিশোরী বেলায় কেমন ছিল কনক চাঁপা

ফেসবুকের কল্যাণে এখন অনেকেই বিভিন্ন তারকাদের সঙ্গে যোগাযোগ ঘটাতে পারেন। আবার বিভিন্ন তারকার এমন সব খবর ফেসবুকের কারণে পাওয়া যায় যা দেখে হয়তো তার ভক্ত খুবই হতাশ হয়। আবার অনেক খুশিরও কারণ হয় কোন কোন ছবি বা গল্প।

ৃা

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাঁপা তার ছোট বেলার ছবি ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেছিলেন অনেক আগে। অনেকেই তারকাদের ছোটবেলাটা কেমন ছিল এই বিষয়টা জানতে চান। অনেক কৌতূহল কাজ করে। কোন প্রিয় তারকার একদম অচেনা কোন ছবি বা কোন খবর দেখে যেকোন ভক্তরই ভাল লাগতে পারে। তাই এবার দেখে নিন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোরশেদ কনক চাঁপার কিশোরী সময়ের ছবি। সে কেমন ছিল সেই সময়।



মন্তব্য চালু নেই