কিশোরীকে দু’বছর ধরে ‘ধর্ষণ’, গ্রেফতার বাবা, দাদা, কাকা

১৬ বছর বয়সী এক কিশোরীকে গত দুবছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই বাবা, কাকা ও দাদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায়।

শনিবার ওই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ওই নাবালিকা গোটা বিষয়টি তার স্কুলের শিক্ষিকাদের জানালে প্রকাশ্যে আসে ঘটনাটি। এরপরই স্কুল কর্তৃপক্ষের তরফে থানায় অভিযোগ জানানো হয়। ওই স্কুলেরই এক শিক্ষিকা সাথী মুখার্জী জানিয়েছেন, গত দুবছর ধরে পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন ওই কিশোরী। ইদানীং এই অমানবিক অত্যাচার বেড়ে যাওয়ায়, তা সহ্য করতে না পেরে সমস্ত ঘটনা স্কুলের শিক্ষিকাদের জানায় ওই কিশোরী। এরপর স্কুলের তরফে গোটা ঘটনা পুলিশকে জানানো হয়।

ধূপগুড়ি থানার এক আধিকারিক জানিয়েছেন, ওই অভিযোগের ভিত্তিতেই নাবালিকার বাবা, কাকা ও দাদাকে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকেই পলাতক ওই নাবালিকার মা। পুলিশ তারও সন্ধান করছে।

এখন ওই কিশোরীকে জেলা শিশু কল্যান সমিতির কাছে রাখা হয়েছে।



মন্তব্য চালু নেই