কিরণমালায় মগ্ন মা, মেয়ে মরল আগুনে
ভারতীয় টিভি সিরিয়াল কিরণমালা দেখতে গিয়ে এক মেয়েকে হারালেন মা। আরেক মেয়েও মৃতপ্রায়। এ নির্মম ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার চকহরিপুর গ্রামে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে দরিদ্র খলিলুর রহমানের স্ত্রী বাড়ির পাশের একটি দোকানে দল বেঁধে ‘কিরণমালা’ দেখতে গিয়েছিলেন। এ সময় তার দুই মেয়ে সায়মা (১০) ও ঋতুকে (৭) ঘরে আটকে রেখে যান।
রাত পৌনে ৯ টার দিকে হঠাৎ খলিলুর রহমানের ঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন ধরে যায়। এসময় ঘরে ঘুমিয়ে থাকা বড় মেয়ে সায়মা টের পেয়ে জানালা দিয়ে বেরিয়ে আসতে পারলেও ছোট মেয়ে ঋতু আসতে পারেনি।
সায়মা বাইরে গিয়ে চিৎকার করতে থাকলেও তার মা কিরণমালায় মগ্ন ছিলেন। পরে খোকসা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে ঋতুর আগুনে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে।
বড় বোন সায়মার শরীরের অর্ধেকের বেশি দগ্ধ হয়েছে। তাকে অর্ধমৃত অবস্থায় খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অগ্নিকান্ডে শিশুর মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিকভাবে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেবেকা খান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।
মন্তব্য চালু নেই