কিভাবে বুঝবেন যে, আপনার স্কিন ক্যান্সার হয়েছে
স্কিন ক্যান্সার বা চামড়ায় ক্যান্সার হলে বেশিরভাগ ক্ষেত্রেই বোঝা যায় না। ফলে পরিণতিও ভয়াবহ হয়। চামড়ার ক্যান্সার এমন একটি রোগ, যা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তবে চামড়ায় ক্যান্সার হয়েছে কিনা তা বোঝার বেশ কিছু লক্ষণ রয়েছে। জেনে নিন সেইসব লক্ষণ কি কি:
– যদি দেখেন শরীরের ত্বকে কোনো এক জায়গায় গোল দাগ হয়ে আছে, তাহলে সময় নষ্ট না করে চিকিৎসকের শরণাপন্ন হন। এমনও হতে পারে এটি চামড়ার ক্যান্সারের লক্ষণ।
– চামড়ায় ক্যান্সার হলে চামড়ার উপরিভাগে কালো, গোলাপি, লাল এবং বাদামী ধরনের দাগ দেখা যায়। এই রকম দাগ দেখা গেলে অবহেলা করবেন না।
– উপরে উল্লিখিত দাগ খুব ছোট হলেও অগ্রাহ্য করবেন না। দাগ ছোট হলেও তা ভয়ঙ্কর পরিণতি বয়ে আনতে পারে।
– বেশিরভাগ ক্ষেত্রেই চামড়ার এরকম দাগে চুলকানি না জ্বলুনি দেখা দেয়। এরকম কিছু বুঝলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যান।
মন্তব্য চালু নেই