কিভাবে বুঝবেন আপনি মৃত মুরগীর গ্রীল / শর্মা খাচ্ছেন ?

কিভাবে বুঝবেন আপনি মৃত মুরগীর গ্রীল / শর্মা খাচ্ছেনঃ

১) যখন দেখবেন গ্রীল/ শর্মাতে গোলাপ জলের গন্ধ পাচ্ছেন।

২) যখন গ্রীল / শর্মাতে অতিরিক্ত ঝাল এবং জিরা ব্যবহার হচ্ছে।

৩) মুরগীর মাংস কামড় দিয়ে যখন দেখবেন কিছুটা রুক্ষ ভাব আছে এবং তুলনামুলক ভাবে শক্ত ৪) যখন দেখবেন মুরগীর হাড্ডির ভিতরের মজ্জাটা অতিরিক্ত কালো।

সকল সর্তকতা স্বত্তেও যদি কেউ মরা মুরগীই খেয়েই ফেলেন তাহলে নিজেকে এক দিনের জন্য বেয়ার গ্রীল ভেবে পুলকিত হওয়া ছাড়া সান্তনা পাবার কোন উপায় নেই।

এখন গরমের দিন , বাহিরের খাবার না খওয়া আপনার জন্য ভালো হবে , বাসা থেকে পানি সাথে নিয়ে বের হবেন, রাস্তার পাশে থেকে লেবুর সরবত খাবেন না ।। আপনাদের সুখী জীবনই আমাদের কাম্য।



মন্তব্য চালু নেই