কিভাবে কাঠবলদ হওয়া থেকে বাঁচবেন ?

পুলিশ অফিসার মাসরুফ হোসেন। যিনি স্বপ্ন দেখেন বাংলাদেশ পুলিশ একদিন বিশ্বের সেরা পুলিশ বাহিনী হবে। তিনি তার ফেসবুক পেজে জনসাধারণের জ্ঞাতার্থে বিভিন্ন সময় স্ট্যাটাস দিয়ে থাকেন। গতকাল “আপনার প্রতারিত হবার সম্ভাবনা কতটুকু (১ম পর্ব)” এই শিরোনামে তার একটি ফেসবুক স্ট্যাটাস আওয়ার নিউজ বিডি’তে প্রকাশিত হয়েছিল। আজ তিনি তার ফেসবুকে ২য় পর্ব হিসেবে “কিভাবে কাঠবলদ হওয়া থেকে বাঁচবেন” শিরোনামে একটি স্ট্যাটাস দেন।

আওয়ার নিউজ বিডি’র পাঠকদের জন্য তার এই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো :

“প্রতি মিনিটে একটা করে Sucker বা কাঠবলদ জন্মায়- পি টি বার্নাম এর এই কথাটা যত অভিজ্ঞতা হচ্ছে তত বুঝতে পারছি|

কাঠবলদ মানে কাঠবলদ, শব্দটা থেকেই বুঝতে পারছেন এর মানে কি| যে কেউ, যে কোন সময়ে কাঠবলদ হয়ে যেতে পারেন| এমনকি যেসব পেশাদার ঠগ ভাবে যে তাদের কেউ ধরতে পারবেনা, এই কনফিডেন্সকে কাজে লাগিয়েই তাদের ধরা হয়| আমি নিজেও যে আমার জীবনে এরকম পরিস্থিতিতে এক দুবার পড়িনি তাও বলা যাবেনা|

ঠগের দল কিভাবে একজনকে বোকা বানায় তার দুটো মোস্ট কমন বৈশিষ্ট আজ আপনাদের জানাবো|

সিমপ্যাথি ট্রিক‬

যতরকমের ট্রিক আছে, বিশেষ করে প্রেম ভালবাসাজনিত ট্রিক- তার মধ্যে সবচাইতে কার্যকর এটা| শুরুতেই যখন কেউ অল্প পরিচয়ে ইনিয়ে বিনিয়ে নিজের অতীত দু:খের ইতিহাস বলে আপনার সিমপ্যাথি পেতে চাইবে, একশতে নব্বই ভাগ ক্ষেত্রে ধরে নিতে হবে সে আপনাকে Sucker বানাতে চাইছে|

তখন ইয়াহুর যুগ, চ্যাট করছিলাম এক রাশিয়ান তরুনীর সাথে( ইয়ে, তখনও আমি ছাত্র)| মেয়েটা প্রায়ই তার দু:খের কথা বলে, তার হারিয়ে যাওয়া স্বপ্নের কথা বলে| এক পর্যায়ে আমার কাছে একশ ডলার চাইল মায়ের চিকিৎসার জন্যে| আমি ডিটেইলস জানতে চাইলাম, তার বক্তব্য ছিল এরকম:

আমি একজন উঠতি মডেল| এই একশ ডলার দিয়ে আমি আমেরিকান ফটোগ্রাফারের কাছে ফটোশুট করাবো, সেই ফটোশুট কনটেস্টে যাবে, কন্টেস্ট জয়ী হবার পর যে টাকা পাব তা দিয়ে মায়ের ওষুধ কিনব|

মজার ব্যাপার হচ্ছে, স্বর্ণকেশী নিজেও জানে, তার অগ্নিভ চুল আর তুষার শুভ্র পয়োধরের মোহে একজন কাঠবলদ এতই সিমপ্যাথেটিক হবে যে তার মাথায় এই সামান্য প্রশ্নটা আসবেনা, Why not buy the medicine directly?

দীর্ঘদিনের পরিচয় ছাড়া আকাশ থেকে যেই আপনাকে নিজেদের অসহায়ত্বের কথা বলবে, Chances are,this fucker wants to make you a sucker.

সাধু সাবধান!

‪‎জেকিল এ্যান্ড হাইড‬

ডেটিং স্ক্যামের এটা এমন একটা বৈশিষ্ট্য, যেটা বাংলাদেশে বিবাহিত জীবনে এবং প্রেমের সম্পর্কে প্রতিনিয়ত ব্যবহৃত হচ্ছে|

আপনার পার্টনার(স্পাউস বা প্রেমাষ্পদ) একটা সাড়ে হারামজাদা বিশেষ| আপনাকে সে অপমান করে, গায়ে হাত দেয়(পেটায়), অন্য জায়গায় সম্পর্ক করে, ড্রাগ নেয়, শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং আপনার জীবনটাকে মোটামুটি জীবন্ত নরকে পরিণত করে| আপনার যাবতীয় ক্ষমতা থাকা সত্বেও আপনি তাকে ছেড়ে যাননা অথবা যেতে চাননা|

কেন?

কারণ এত নির্যাতনের ভীড়েও মাঝে মাঝে সে আপনার সাথে দেবতা/দেবীর মত আচরণ করে| আপনার কাছে অল্প সময়ের জন্য সে হয়ে যায় এ্যাপোলো বা হেলেন অফ ট্রয়| এই অল্প কিছু আনন্দিত সময় আপনার কাছে মনে হয় আপনি স্বর্গে আছেন| চূড়ান্ত সিদ্ধান্ত যখনই নিতে যাবেন, পুলিশ বা লইয়ারকে যখনই ফোন করতে যাবেন- এই সুখস্মৃতিগুলো আপনাকে বাধা দেয়|

জ্বি, ওরকম হয়ে থাকলে আপনি একজন কাঠবলদ| আপনার ইমোশনাল ডিপেন্ডেন্সের সুযোগ নিচ্ছে আপনার অসাধু পার্টনার এবং খুব জেনেশুনেই নিচ্ছে| সে জানে, শতভাগ খারাপ আচরণ করলে আপনি চলে যাবেন বা পুলিশ ডাকবেন, তাই ওই স্বর্গের সময়টুকু সে জেনে বুঝে আপনাকে দেয়|

এর পরের বার আশা করি এতে ভুলবেন না, কেমন?

মোটামুটি দশ পনেরটা কমন প্যাটার্ন আছে, তার দুটো আজ দিলাম| আগামী পর্বে আরো দেবার ইচ্ছে আছে|

এই দুটো প্যাটার্ন ধরতে পারলে আপনি প্রায় ষাট ভাগ কাঠবলদ হওয়া থেকে বেঁচে যাবেন|

In this age of information, being a sucker is not chance,its a fucking choice

কাঠবলদ হওয়া থেকে বাঁচুন, প্রায় এগারশ মানুষের জন্য মাত্র একজন পুলিশের এই দেশে আইন শৃঙ্খলা বাহিনীর উপর চাপ কমান
grin emoticon

মাসরুফ হোসেন
সিনি: এএসপি
বাংলাদেশ পুলিশ
(বর্তমানে প্রেষণে জাপানে অধ্যয়নরত)



মন্তব্য চালু নেই