‘কিপটে’ ক্রিকেটারদের তালিকায় কারা?

দেখুন আমাদের টিমে অনেক কিপটে রয়েছে। বিশেষত সিনিয়ররা। তাদের নাম আমি বলতে চাই না। এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। বুঝতেও পারছি না যে, কিভাবে ব্যাখা দেব। ধরুন আমরা একসঙ্গে খেতে গেলাম, বিল মেটানোর সময় অনেকেই যে যার সে তারটা বুঝে নেয়। তবে এই মুহূর্তে ভারতীয় দলে বিরাট কোহলিই সবচেয়ে বড় কিপটে।

সম্প্রতি ‘রেডিও মির্চি’কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার যুবরাজ সিং এসব কথা বলেছেন।

যুবরাজ বলেন, যতবারই ওর সঙ্গে বেরিয়েছি টাকা দেওয়ার জন্য ওকে রীতিমতো ফোর্স করতে হয়েছে।

ভারতীয় দলের আরেক ক্রিকেটার আশিস নেহরার কথা বলতে গিয়ে তিনি বলেন, নেহরা বিয়ের পর একবার আমাদের সঙ্গে বেরিয়ে ছিল। ও বলত, দেখ আমার বিয়ে হয়ে গিয়েছে। বাচ্চা-কাচ্চাও আছে। ফলে আমি খুব একটা বেশি খরচা করতে পারব না।

তিনি আরো বলেন, আসলে আমরা টাকা দেওয়ার ব্যাপারে একে অপরের পিছনে লাগতে খুব পছন্দ করি। এরা প্রত্যেকেই খুব ভালো। সে অর্থে কিপটে বলা যায় না।



মন্তব্য চালু নেই