কিছু স্তন ক্যান্সারের কোষ নতুন ক্যান্সার সৃষ্টি করতে সক্ষম
বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, কিছু স্তন ক্যান্সারের কারণে শরীরে এমন কিছু কেমিক্যালের নিঃসরণ ঘটে যেগুলো হাড়ের মধ্যে গর্ত তৈরি করে আরেক ধরনের ক্যান্সার তৈরি করতে সক্ষম। আর একবার যদি এই ক্যান্সার হাড়ে ছড়িয়ে পড়ে তাহলে এর চিকিৎসা করা হবে দুঃসাধ্য ব্যাপার।
এই গবেষণার অন্যতম গবেষক ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের ডঃ জেনিন আর্লের বলছেন, স্তন ক্যান্সারের কোষগুলো যে হাড়েও ছড়াতে পারে এ বিষয়ে তারা নিশ্চিত হয়েছেন। আর এই প্রক্রিয়া বন্ধের উপায় যদি বের করতে পারা যায় তাহলে চিকিৎসা বিজ্ঞানের আরেকটি নতুন চমক সৃষ্টি হবে।
সূত্র: বিবিসি
মন্তব্য চালু নেই