কিছু মন্ত্রী হানাহানির চেষ্টা করছেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, ‘সরকারের কিছু মন্ত্রী হিংসাত্মক বক্তব্য দিয়ে উস্কানির মাধ্যমে দেশে হানাহানি সৃষ্টির চেষ্টা করছেন। কিন্তু দেশের জনগণ তাদের এ চক্রান্ত রুখে দেবে।’
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আরকে মিশন রোডের রামকৃষ্ণ মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি সব ধর্মের সমান অধিকারে এবং সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখায় বিশ্বাস করে। এ কারণেই বাংলাদেশের মানুষ একসঙ্গে ঈদ ও পূজা উদযাপন করতে পারছে। এ দেশের মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে উঠেছে।’
তিনি অভিযোগ করেন, ‘একটি কুচক্রি মহল আমাদের এ সম্প্রীতির বন্ধন নষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।’
এ সম্প্রীতির বন্ধন কেউ যেন নষ্ট না করতে পারে এ জন্য জাতীয়তাবাদী শক্তিকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় রামকৃষ্ণ মিশনের সব সেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসাও করেন তিনি।
এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী গৌতম চক্রবর্তী, বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, রামকৃষ্ণ মিশন মন্দিরের ধর্মগুরু শ্রীমৎ স্বামী দ্রোগেজ আনন্দ মহারাজ, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই