কিংবদন্তি শিল্পী বি.বি. কিং আর নেই
‘ব্লুজ’ কিংবদন্তি শিল্পী বি.বি কিং আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। এ শিল্পীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাটর্নি ব্রেন্ট ব্রাইসন।
গত ১৪ মে বৃহস্পতিবার আমেরিকার লাস ভেগাসে স্থানীয় সময় আনুমানিক ৯.৪০ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি। জানা গেছে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন এ গায়ক।
একসময় তার সুরেলা কণ্ঠ এবং গিটারের আওয়াজ দিয়ে ভক্তদের ‘ব্লুজ’ গানের প্রতি আকৃষ্ট করেছিলেন ‘কিং অব ব্লুজ’ খ্যাত এ তারকা। তার বিখ্যাত গানগুলোর একটি ‘দ্য থ্রিল ইজ গন’ বেশ জনপ্রিয়তা পেয়েছিল।
বিশ্বব্যাপি তার লাখ লাখ অ্যালবাম বিক্রি হয়েছে। এ কিংবদন্তি গায়ক ‘ব্লুজ ফাউন্ডেশন হল অব ফেম’ এবং ‘রক অ্যান্ড রোল হল অব অব ফেম’-এ নিজের জায়গা করে নিয়েছেন। ২০০৯ সালে ‘ওয়ান কাইন্ড ফেভর’ অ্যালবামের জন্য তিনি তার ক্যারিয়ারের ১৫ তম গ্র্যামি অ্যাওয়ার্ড লাভ করেন।
মন্তব্য চালু নেই