কাশ্মিরে ক্যাটরিনাকে মনে করলেন সালমান
কয়েক দিন ধরেই কাশ্মিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন সালমান খান। তবে এখানকার সবকিছুই যে খুব ভালো লাগছে এই অভিনেতার তা বোঝা যাচ্ছে তার একের পর এক টুইটার পোস্টগুলো দেখেই। কাশ্মির পৌঁছেই তিনি টুইটার করেছিলেন, কাশ্মির যার দেখা হয়নি, তার জীবনটাই বৃথা। সবাই বলে, পৃথিবীর বুকে যদি স্বর্গ থাকে তাহলে তা এখানেই আছে।
প্রকৃতির এই অপার সৌন্দর্য্যের লিলা ভূমিতে এসে এবার সাবেক প্রেমিকার কথাও স্মরণ করলেন সম্প্রতি পাঁচ বছর কারাদণ্ডে দণ্ডিত হওয়া এই অভিনেতা। এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, মাশাল্লাহ মনে পড়ল, ক্যাটরিনা কাইফও কাশ্মীরের মেয়ে। বর্তমানে বাজরঙ্গি ভাইজান ছবির শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সালমান।
মন্তব্য চালু নেই