কাশ্মিরের এক বিধবার দায়িত্ব নিলেন সালমান খান (ভিডিও)
কাশ্মিরের এক দরিদ্র বিধবার পরিবারের সব দায়িত্ব কাঁধে তুলে নিলেন বলিউডের এই সুপারস্টার। বাজরাঙ্গি ভাইজান’ সিনেমার শুটিং-এর জন্য কাশ্মিরের পেহেলগাঁওয়ে অবস্থান করছেন সালমান। এসবের মধ্যেও ৭৫ বছর বয়সী কাশ্মিরী বিধবা যায়না বেগম যখন তার কাছে এলেন সাহায্যের আশায়, তাকে বিমুখ করেননি সালমান।
জয়না বেগমের সংসার তার ৪০ বছর বয়সী বিধবা মেয়ে আর চার নাতি-নাতনিকে নিয়ে। হতদরিদ্র এই পরিবারটির দেখ ভালের সব দায়িত্ব নিয়েছেন সালমান। এমনকি যায়নার বড় নাতিকে সুযোগ করে দিয়েছেন নিজের সঙ্গে মুম্বাইতে গিয়ে কাজ করারও।
ভিডিওতে দেখুন
মন্তব্য চালু নেই