কাল মুক্তি পাচ্ছে ‘‘সুলতান’’ : অবাক করার মতো এই হাফডজন তথ্য জেনে নিন

বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে ‘‘সুলতান’’। সলমন খান, অনুষ্কা শর্মার এই ছবি ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তুঙ্গে। দেখতে যাবেন নিশ্চয়ই। কিন্তু যাওয়ার আগে জেনে নিন এই তথ্যগুলি।

১. এই ছবিতে বেশিরভাগ অ্যাকশন সিকোয়েন্সই বাস্তব। বিশেষ করে কুস্তির সিনগুলি একেবারেই বাস্তব, সেখানে ক্যামেরার কোনও কারসাজি নেই। সলমন বলেছেন, ‘‘আমাকে যখন ছবির গল্প বলা হয়েছিল, তখনই জেনেছিলাম শ্যুটিংয়ে প্রকৃত কুস্তিগিররা থাকবেন। ওঁরা যখন তুলে আছাড় মারতেন, তখন বেশ যন্ত্রণা করত।’’

২. ছবিতে সলমন-অনুষ্কার প্রেমকাহিনি কেমন? দেখা যাবে প্রবল টানাপড়েন। কীভাবে সলমনের জীবনের প্রতিটি ভাঙাগড়ার জন্য একজন মহিলা দায়ী হন, সেটাই দেখানো হবে এই ছবিতে।

৩. ‘‘সুলতান’’-এর শ্যুটিংয়ের সময়ে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছিলেন সলমন খান। সলমন বলেছেন, ‘‘সকালে ২-৩ ঘণ্টা, বিকেলে ২-৩ ঘণ্টা করে কুস্তির ট্রেনিং হত। এর পরে মার্শাল আর্টসের ট্রেনিং। তার উপর রোজ ৬-৭ ঘণ্টা করে শ্যুটিং।’’

৪. ‘‘সুলতান’’-এর সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। কোনও বাস্তব ঘটনা থেকে এই গল্প নেওয়া হয়নি, পুরোপুরি কাল্পনিক।

৫. শ্যুটিংয়ের সময়ে বেশ লজ্জায় পড়ে গিয়েছিলেন সলমন। তিনি বলেছেন, ‘‘সবথেকে কঠিন অংশ ছিল ল্যাঙোট। নায়িকাদের সুইম স্যুট পরে শ্যুটিংয়ের সময়ে কতটা অস্বস্তি হয়, সেটা বেশ ভাল করে টের পেয়েছিলাম। আমি কেরিয়ারে বহুবার শার্ট খুলেছি। কিন্তু এই সব দৃশ্য করার মতো অস্বস্তিতে কখনও পড়তে হয়নি।’’

৬. ছবির বেশিরভাগ শ্যুটিং হয়েছে বাস্তব স্পটে। কোনও গ্রাম তৈরি করা হয়নি, বাস্তবের গ্রামেই শ্যুটিং হয়েছে।



মন্তব্য চালু নেই