কাল নয়, শুক্রবার বিএনপির বিক্ষোভ

আগামীকাল বৃহস্পতিবার খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন। এ কারণে বিএনপির বিক্ষোভ কর্মসূচির দিন পরিবর্তন করে আগামীকাল শুক্রবার করা হয়েছে।
নেতাকর্মীদের মিছিলে ছাত্রলীগের হামলা এবং এতে ছয় শতাধিক আহত ও অর্ধশতাধিক গ্রেপ্তার হওয়ার প্রতিবাদে এ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি।
বুধবার দুপুরে নেতাকর্মীদের মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিকেলে ডাকা সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার সারাদেশের জেলা সদর এবং ঢাকা মহানগরে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
তবে পরে সন্ধ্যায় বড়দিনের কারণে কর্মসূচির দিন পরিবর্তনের সিদ্ধান্ত গণমাধ্যমকে জানানো হয়।
এদিন বকশিবাজারে অস্থায়ী আদালতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাজিরা দেয়া উপলক্ষে নেতাকর্মীরা মিছিল নিয়ে যাচ্ছিল।
সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল দাবি করেন, ওই হামলায় ছয় শতাধিক আহত এবং অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ হামলায় প্রধানমন্ত্রীর নির্দেশ থাকতে পারে এবং খালেদা জিয়ার গাড়িবহরই হামলার লক্ষ্যবস্তু ছিল বলেও অভিযোগ করেন তিনি।

‘প্রধানমন্ত্রীর নির্দেশে’ হামলার লক্ষ্য ছিল খালেদার গাড়িবহর

ঢাকার বকশিবাজারে বিএনপির ওপর ছাত্রলীগের হামলা



মন্তব্য চালু নেই