কাল থেকে সরকারি স্কুলে ভর্তির আবেদন
রাজধানীসহ দেশের সব সরকারি স্কুলে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামীকাল ১ ডিসেম্বর শুরু হচ্ছে। অনলাইন ও মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে এ কার্যক্রম চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এ সময়সীমার মধ্যে অনলাইনে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে আবেদন করতে হবে। এ জন্য http://gsa.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করলে একটি ইউজার আইডি পাবে শিক্ষার্থীরা। ইউজার আইডি পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীকে টেলিটক মোবাইলের মাধ্যমে ১৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর ৩০০ বাই ৩০০ পিক্সেল সাইজের রঙিন ছবি স্ক্যান করে জেপিইজি ফরম্যাটে সংযুক্ত করতে হবে। এ ছাড়া অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি শিক্ষার্থীকে সংগ্রহ করতে হবে। এ থেকে প্রাপ্ত প্রবেশপত্রটি লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।
যেহেতু অনলাইনে পূরণ করা আবেদনপত্রটিই পরবর্তী সময়ে সব কাজে ব্যবহার করা হবে, সেহেতু সরবরাহ করা প্রতিটি তথ্য সম্পর্কে শতভাগ নিশ্চিত হয়ে আবেদন ফরমটি পূরণ করতে হবে প্রার্থীকে। এ ছাড়া আবেদনপত্র পূরণ ও টাকা পাঠানো সংক্রান্ত সকল তথ্যই ওয়েবসাইটে বিস্তারিত দেয়া আছে। তবে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন করা শিক্ষার্থীদের ভর্তি করা হবে লটারির মাধ্যমে। এ ক্ষেত্রে ৪০ শতাংশ এলাকা কোটা পূরণের জন্য সংশ্লিষ্ট স্কুলগুলোকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
মন্তব্য চালু নেই