কাল থেকে থানা পর্যায়ে হেফাজতের বিক্ষোভ
নির্দিষ্ট স্থানে কুরবানি দেয়ার প্রতিবাদ ও মসজিদ উচ্ছেদের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আগামীকাল সোমবার থেকে ঢাকা মহানগরীর থানায় থানায় ও জোন পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। আগের মত কুরবানি দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখার দাবিতে আগামী বছরের ১ জানুয়ারি ঢাকায় শানে রেসালত সম্মেলন করবে সংগঠনটি।
রবিবার দুপুরে রাজধানী বায়তুল মোকাররমের উত্তরগেটে ঢাকা মহানগর হেফাজত আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনের আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী এ কর্মসূচি ঘোষণা করেন।
এ সময় তিনি বলেন, নতুন সিদ্ধান্তে কুরবানি হলে ধর্মপ্রাণ মুসলামনদের ভোগান্তি হবে। আগের মতই কুরবানি করতে দিতে হবে।
বুড়িগঙ্গা নদীর তীরে মসজিদ উচ্ছেদে সরকারি নোটিশের সমালোচনা করে কাসেমী বলেন, মসজিদে হাত দেওয়া কাফের মুশরিকের কাজ, মুসলমানের নয়। সরকার নাস্তিকদের পরামর্শে এখন মসজিদে হাত দেওয়ার চেষ্টা করছে। মসজিদে হাত দেওয়া হলে তা প্রতিহত করা হবে।
মাওলানা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা মহিউদ্দিন একরাম, মাওলানা নোমান, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা নোমান, মাওলানা আব্দুল মালেক, মাওলানা আলী আকবর, ফয়সল আহমেদ প্রমুখ্।
সমাবেশ শেষে একটি মিছিল পল্টন, দৈনিক বাংলামোড় হয়ে বায়তুল মোকাররম উত্তরগেটে গিয়ে শেষ হয়।
মন্তব্য চালু নেই