কালো ব্যাচ ধারণ করে ২ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছে জাবি শিক্ষকরা
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য অষ্টম জাতীয় বেতন কাঠামোতে অর্থমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি পূরণ না হওয়া এবং অন্যান্য অসঙ্গতি দূরের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ না নেওয়ায় গত ৩ জানুয়ারী থেকে আগামী ১১ জনুয়ারি পর্যন্ত দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কালোব্যাচ ধারন করে ক্লাস পরিক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়া আগামী ১১ তারিখ থেকে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা।
কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা এগাড় টা থেকে দুপুর এক টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকল ক্লাশ, পরিক্ষা বর্জন করে দুই ঘন্টা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জনান,অষ্টম জাতীয় বেতনকাঠামো বাস্তবায়নের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল।কিন্তু সরকার শিক্ষকদের কর্মসুচিতে কোনরুপ কর্ণপাত না করায় শিক্ষকরা এ কর্মসূচি হাতে নেয়।
সরকারের পক্ষ থেকে কোনরুপ সাড়া না পেলে আগামী ১১ জানুয়ারী থেকে লাগাতার কর্মবিরতি পালন করা হবে বলে জানিয়েছেন অবস্থান কর্মসূচিতে অংশগ্রহনকারী শিক্ষকরা।
সট: মাফরুহী সাত্তার, অধ্যাপক ফার্মেসি বিভাগ , জাবি, ও সাধারন সম্পাদক, শিক্ষক সমিতি জাহাঙ্গীরনগরি বিশ্ববিদ্যালয়।
মন্তব্য চালু নেই