কালের কণ্ঠ সম্পাদককে হত্যার হুমকির ঘটনায় গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির(গবিসাস) তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন
কালের কণ্ঠ সম্পাদক ও কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনকে হত্যার হুমকি দেবার ঘটনায় প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(গবিসাস)।
বৃহস্পতিবার সংগঠনের সভাপতি ওমর ফারুক সোহান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাউসার মিলন এক যৌথ বিবৃতিতে বলেন, এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। তাঁরা অবিলম্বে উক্ত ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন।
ইমদাদুল হক মিলন শুধু দৈনিক কালের কন্ঠের একজন স্বনামধন্য সম্পাদক নন তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য কথাসাহিত্যিক।
উল্লেখ্য, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদেনীমন্ডল গ্রামে বাড়ি নির্মাণে চাঁদার দাবিতে একদল দুর্বৃত্ত কালের কন্ঠের সম্পাদকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে তারা ইমদাদুল হক মিলন ও তার পরিবারের সদস্যদের খুন করে লাশ গুম করার হুমকি দেয়।
মন্তব্য চালু নেই