কালুখালীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত : আহত ২০

রবিবার দুপুরে রাজবাড়ীর কালুখালী উপজেলার দুর্গাপুর এলাকায় যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রগাড়ীর মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রচালকসহ আরো ২ যাত্রী নিহত হয়েছে ।

এ ঘটনায় বাস ও মাহেন্দ্রগাড়ীর আরো ২০ যাত্রী আহত হয়েছে । গাদিমারা থানা পুলিশ সুত্রে জানা গেছে, দুপুরে ঢাকা থেকে যাত্রীবাহী বাস (হানিফ পরিবহন-ঢাকা মেট্রো ব-১৪-২৩৩৬) কুমারখালী যাচ্ছিল ।

পথিমধ্যে রাজবাড়ীর কালুখালী উপজেলার দুর্গাপুর এলাকায় এলে বিপরীতদিক থেকে আসা একটি মাহেন্দ্রগাড়ীর সাথে ওই বাসের মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রটি দুমরে মুচরে যায় । এতে অজ্ঞাত পরিচিত এক কিশোরী (১৩) ও শিশু (২) ঘটনাস্থলে মারা যায় ।

এছাড়া বাস ও মাহেন্দ্রগাড়ীর ২০ যাত্রী আহত হয় । পুলিশ,ফায়ার সার্ভিস,আনসার ভিডিপি ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজবাড়ী ও পাংশা হাসপাতালে প্রেরন করে । উদ্ধারকর্মীরা জানান,আহতদের মধ্যে ৩ মাহেন্দ্রযাত্রী ও ২ বাসযাত্রীর অবস্থা আশংখ্যাজনক ।



মন্তব্য চালু নেই